রাজধানী

পৈতৃক সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার দাবিতে মানববন্ধন

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

দায়ভাগ আইনে বাবার সম্পত্তিতে হিন্দু নারীদের কোনো অধিকার নেই। তবে পশ্চিমবঙ্গে ছয় দশক আগে হিন্দু উত্তরাধিকার আইনটি পরিবর্তিত হলেও বাংলাদেশে আজও বহাল আছে। বাংলাদেশে এই আইনটির পরিবর্তন চায় বঞ্চিত নারীরা। বাবার সম্পত্তিতে অধিকারের দাবিতে এক মানবন্ধন করেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন করেন।

মানববন্ধনে বৈদিক নারী শক্তি সংঘের সভানেত্রী বীথিকা মুখার্জি বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে ছয় দশক আগে দায়ভাগ আইনের হিন্দু উত্তরাধিকার আইনটি পরিবর্তিত হয়েছে। নারীরা পৈতৃক সম্পত্তির মালিকানা পেয়েছেন, বিধবা নারী স্বামীর সম্পত্তির পূর্ণ মালিকানা স্বত্ব প্রাপ্ত হয়েছেন। কিন্তু একবিংশ শতাব্দীতে আজও ‌‘বাংলাদেশি হিন্দু মেয়ে পরিচয়ে কেন তাদের পৈতৃক ও স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে? এটা তাদের জন্য চরম অপমান ও বঞ্চনার।

তিনি বলেন, আমাদের উদরে ছেলে ও মেয়ে সন্তান জন্ম নেয়। সেখানে ছেলে সন্তানকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। আমরা নারীরা পৈতৃক সম্পত্তিতে কোনো অধিকার পাই না। জীবনের ক্রান্তি লগ্নে আমাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। না হয় কারো ওপর নির্ভর করে থাকতে হয়।

বীথিকা মুখার্জি বলেন, দেশের মোট নারী সমাজের একাংশ হিন্দু নারী। তাদের সার্বিক কল্যাণ ব্যতিরেকে নারী সমাজের উন্নয়ন সম্ভব নয়। জন্মকে কেন্দ্র করে কোনো মানুষকে বঞ্চিত করে রাখা অপরাধ, মহাপাপ। কোনো পরিচয়েই কেউ বঞ্চনা ও বৈষম্যের স্বীকার যেন না হয় তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। প্রধানমন্ত্রীকে বলব, বঙ্গবন্ধুর ন্যায় একটি হাত বাড়িয়ে দিন, করুণাময়ী মায়ের ন্যায় হিন্দু মেয়েদেরকে বুকে তুলে নিন।

মানববন্ধনে পৈতৃক সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক চিত্রা রায়সহ সুপ্রিম কোর্টের হিন্দু নারী আইনজীবীরা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ