অর্থনীতি

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)- এ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘শেখ রাসেল দিবস’ ২০২২।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল-এর ৫৯তম জন্মবার্ষিকীতে এ দিবস পালন করে প্রতিষ্ঠানটি ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান-এর নেতৃত্বে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ মিলিতভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'শেখ রাসেল' এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং জন্মদিন স্মরণে কেক কাটা হয়।

রেজিস্ট্রার মনিরুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ দেলোয়ার হোসেন, ট্রেজারার (ভারপ্রাপ্ত ) ও ডিন, কৃষি অনুষদ এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ।

পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন শেষে স্বাগত বক্তব্য রাখেন আইন অনুষদ এর সহকারী অধ্যাপক এস এম শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এবিএম রাশেদুল হাসান বলেন, বঙ্গবন্ধু তার কনিষ্ঠপুত্রকে বার্ট্রান্ড রাসেল-এর মত একজন দার্শনিক হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পিতা ও পুত্রকে একসাথে চিরপ্রস্থান করতে হয়েছিল। এসময় তিনি শিক্ষার্থীদের জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানান।

উপাচার্য শহীদ শেখ রাসেলের পাশাপাশি বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বিশ্ববিদ্যালয়-এর আমনুরা স্থায়ী ক্যাম্পাসে উপাচার্য বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক গ্রুপ ক্যাপ্টেন মো: নুরুল ইসলাম পিএসসি (অবসরপ্রাপ্ত ), বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ মশিউর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও ডাইরেক্টর ফিন্যান্স ড. মোস্তফা মাহমুদ হাসান, বিভিন্ন অনুষদের চেয়ারম্যান ও কোঅর্ডিনেট।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন রিক হক

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ