জেলার খবর

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন– রূপগঞ্জ উপজেলার মিয়াবাড়ি এলাকার নাঈম মিয়ার ছেলে নাফিজ (১৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাহেরচর গ্রামের মক্কা মিয়া ছেলে দুলাল মিয়া (৫০)। নাফিজ আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। এ বিষয়টা হাইওয়ে পুলিশ দেখছে।

ভুলতা হাইওয়ে পুলিশের টিআই ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘মহাসড়কের পাল্লা এলাকায় সিএনজি অটোরিকশাটি যাত্রীর জন্য অপেক্ষা করছিল। কয়েকজন যাত্রী অটোরিকশাতে বসা ছিলেন। চালক বাইরে অপেক্ষা করছিলেন। সে সময় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঢাকা থেকে বাসটি দ্রুতগতিতে আসছিল। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের ঢালে পড়ে দুজন যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ ছাড়াও একজন নারী যাত্রী আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দুই গাড়ির চালক পলাতক রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গাড়ি দুটি জব্ধ করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বন্ধন বাস এই রুটে কেন এসেছে তা জানা নেই।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ