বিশেষ প্রতিবেদন

সৌদির সঙ্গে সামরিক সমঝোতা স্মারক চুক্তি পররাষ্ট্রনীতির পরিপন্থি

 রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

সৌদিআরবের সঙ্গে বাংলাদেশের সামরিক বিষয়ে সমঝোতা স্মারক চুক্তি পররাষ্ট্রনীতির পরিপন্থি বলে মনে করছেন রাজনীতিকরা।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এই সমঝোতার ফলে বাংলাদেশ সেনাবাহিনী বিতর্কে পড়বে একই সঙ্গে একটি বিরোধপূর্ণ বিষয়ের মধ্যে ঢুকে যাবে বাংলাদেশ। যা ভবিষ্যতে আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকিও বাড়তে পারে বলে আশঙ্কা।

তবে এ চুক্তিতে বাংলাদেশের উপরে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা।

নিরাপত্তা ও আন্তর্জাতিক বিশ্লেষক ওয়ালিউর রহমানের মতে, ইসলামিক জোট ওআইসির সদস্য এবং অন্যতম শ্রমবাজার হিসেবে বাংলাদেশ সৌদি আরবের এমন সহযোগিতা চুক্তিতে আবদ্ধ হতে পারে।

দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা জানান তারা।

অভিজ্ঞতা আদান-প্রদানের পাশাপাশি সামরিক প্রশিক্ষণসহ বেশ কিছু বিষয়ে বাংলাদেশ-সৌদি আরব একসঙ্গে কাজ করার কথা উঠেছিল বেশ কয়েক বছর আগেই। যা গত বৃহস্পতিবার এক সমঝোতা স্মারকে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাস্তবায়ন হয়। চুক্তি অনুযায়ী, সামরিক প্রশিক্ষণ, সামরিক ও গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা বিষয়ে দুইদেশ পরস্পরকে সহায়তা করবে। সৌদি-ইয়ামেন সীমান্তে মাইন অপসারণে বাংলাদেশ সেনাবাহিনীর কাজ করার কথা রয়েছে। তবে এ চুক্তি বাংলাদেশের পররাষ্ট্র নীতির পরিপন্থী কি না, তা নিয়ে এরই মধ্যে কোনো কোনো সংসদ সদস্য জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্ন তুলেছেন।

এ প্রসঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন আবারো বলেছেন, এই সমঝোতা স্মারক চুক্তি দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

এ চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ একটি বিরোধপূর্ণ অবস্থায় পড়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ কারণে এই চুক্তি থেকে সরে আসার তাগিদ দেন তিনি।

এদিকে, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিশ্লেষক ওয়ালিউর রহমানের মতে, এ চুক্তি বাংলাদেশের অগ্রগতি বা পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব ফেলবে না।

তিনি বলেন, বাংলাদেশ ওআইসির সদস্য এবং দেশের অন্যতম শ্রমবাজার হিসেবে সৌদি আরবের সঙ্গে সহযোগিতা সম্প্রসারিত হতে পারে।

এ চুক্তির ফলে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে না জানিয়ে এ বিশ্লেষক বলেন, সংবিধান কিংবা পররাষ্ট্রনীতির লঙ্ঘন করে বাংলাদেশ সরকার কোনো চুক্তিতে জড়াবে না এমনই প্রত্যাশা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ