বিশেষ প্রতিবেদন

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

 অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী
অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা ও কর্তৃপক্ষের অবহেলা- সব মিলিয়ে ঝুঁকিতে রাজধানীবাসীর জীবন। আগুন থেকে বাঁচতে আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা।

স্থপতি ইকবাল হাবিব বলেন, শুরু থেকেই শুরু করা প্রয়োজন।

তাদের মতে, অপরিকল্পিত নগরায়নের জন্য দায়ী ভবন মালিক, সরকারি অসাধু কর্মকর্তা-কর্মচারি এমনকি কিছু সংখ্যক স্থপতিও।

তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা।

চুরিহাট্টা থেকে অভিজাত নগরী বনানী, তারপর গুলশান। আগুনে পুড়ে অঙ্গার মানুষ। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা বার বার সর্তক হওয়ার চূড়ান্ত বার্তা দিলেও বাস্তবতা বলছে, যাদের টনক নড়ার কথা তাদের নড়ছে না। পরিস্থিতি থাকছে আগের মতোই। তদন্ত হয়, নিরাপত্তার প্রশ্নে নথিপত্রে নেওয়া হয় কিছু উদ্যোগ। কিন্তু নথিবদ্ধ এসব উদ্যোগের বাস্তবায়ন দেখতে পান না সাধারণ মানুষ। এসব ব্যক্তিরাই এমন দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন দেশের নগর পরিকল্পনবিদরা।

দিন দিন এ পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। বাড়ছে ইমারত, নেই নিরাপত্তা ব্যবস্থা তাই শুরু থেকেই শুরু করার তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ ইকবাল।

সেজন্য গোটা নগরীর ইমারতের অডিটের পরামর্শ দিয়েছেন তিনি।

আর সে অনুযায়ী ঝুঁকিপূর্ণ ও ত্রুটিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-বিআইপি মতে, রাজধানীর ৯৫ ভাগ ভবনেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই এ নিয়ে বহুবার তাদের মতামত জানালেও রাজউকের টনক নড়েনি।

প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান বলেন, অবৈধ অর্থের লেনদেন যতদিন বন্ধ না হবে ততদিন এই পরিস্থিতির পরিবর্তন হবে না।

অগ্নিকাণ্ডের ঘটনাকে অপরাধ উল্লেখ করে এ সংক্রান্ত আইনের কঠোর বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সৌদির সঙ্গে সামরিক সমঝোতা স্মারক চুক্তি পররাষ্ট্রনীতির পরিপন্থি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ