বিশেষ প্রতিবেদন

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

  পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট
পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাটজাত পণ্যের আধুনিকায়ন ও বহুমুখী ব্যবহার নিশ্চিতে খুলনার ক্রিসেন্ট জুট মিলে বসানো হয়েছে অত্যাধুনিক প্রিমিয়াম লেমিনেটিং প্ল্যান্ট বা পিএলপি নামে বিশেষ ইউনিট। নতুন এই ইউনিটের মাধ্যমে উৎপাদিত হচ্ছে বিশেষায়িত লেমিনেটেড ব্যাগ ও স্লাইবার ক্যানশিট নামে দুই ধরনের পণ্য।

পাটকলের গতানুগতিক অন্য ইউনিটগুলোতে উৎপাদিত পণ্যে লোকসানে থাকলেও লেমিনেটেড ব্যাগে লাভের মুখ দেখছে মিলটি। সরকারের এ পদক্ষেপ পাটজাত পণ্যের বহুমুখীকরণ ও পাটশিল্পের উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলীম, ইস্টার্ন, জেজেআই ও কার্পেটিং জুট মিলসহ খুলনাঞ্চলে ৯টি সরকারি পাটকল রয়েছে। পাটকলগুলোতে গতানুগতিক ভাবে হেশিয়ান, স্যাকিং, সিবিসি ও ইয়ার্নসহ ৪ ধরণের পণ্য উৎপাদন ও রপ্তানি হয়ে থাকে। কিন্তু বিভিন্ন কারণে মিলগুলো নানা সংকটে পড়ে অব্যাহত লোকসান গুণছে।

এ অবস্থায় সরকারি পাটকলগুলোর সংকট মোচনে পাটজাত পণ্যের আধুনিকায়ন ও বহুমুখী ব্যবহার নিশ্চিতে গত বছরের শেষের দিকে খুলনার ক্রিসেন্ট জুট মিলে অত্যাধুনিক প্রিমিয়াম লেমিনেটিং প্ল্যান্ট বা পিএলপি নামে বিশেষ ইউনিট স্থাপন করে সরকার।

আধুনিক এ ইউনিটের মাধ্যমে বিভিন্ন পণ্যের মোড়ক হিসেবে ব্যবহার উপযোগী ১০ কেজি ও ২০ কেজির বিশেষায়িত লেমিনেটেড জুট ব্যাগ ও স্লাইবার ক্যানশিট নামে দু'ধরনের পণ্য উৎপাদিত হচ্ছে বলে জানান খুলনায় দি ক্রিসেন্ট জুট মিলস্ কোম্পানী লিমিটেডের কর্মকর্তা শাহাবুদ্দিন কাজী।

এ প্ল্যান্টে মিলের তৈরি হেশিয়ান চটের ওপর লেমিনেট করে পাটের উন্নত মানের লেমিনেটেড ব্যাগ তৈরি করা হচ্ছে। ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করেও সরবরাহ করা হচ্ছে বলেন জানান গোলাম রসুল রাকিব।

এ উদ্যোগ পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার ও পাটশিল্পের উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে জানান কর্মকর্তা

গাজী সাহাদাত হোসেন।

নতুন এ প্ল্যান্টে প্রতিদিন ৪০-৫০জন শ্রমিক কাজ করছে। আর প্রতিদিন এই প্ল্যান্ট থেকে ১৫ থেকে ২০ হাজার ব্যাগ তৈরি করা যাবে। এখানে তৈরি ১০কেজির ব্যাগ ৫১টাকা এবং ২০কেজির ব্যাগ ৬১টাকা দরে সরবরাহ করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সৌদির সঙ্গে সামরিক সমঝোতা স্মারক চুক্তি পররাষ্ট্রনীতির পরিপন্থি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ